মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয়েছে হৃদয়ে তাঁদের পাকিস্তান: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম সার্কিট হাউসে আজ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি যে হৃদয়ে পাকিস্তানকে ধারণ করে, তার প্রমাণ পাওয়া গেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় মির্জা ফখরুলের সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা এত দিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাঁদের নেত্রী বেগম জিয়া এবং তাঁর দল হৃদয়ে পাকিস্তানকেই লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।’

বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সব সূচকে পাকিস্তানকে ২০১৫ সালেই ছাড়িয়ে গেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি। সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদেরাও তা (বাংলাদেশের উন্নতি) স্বীকার করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁও গিয়ে বললেন “পাকিস্তানই ভালো ছিল”। এতে তাঁদের অন্তরে যে পাকিস্তান, সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।’