নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, হামলায় হতাহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার তিনটি পৃথক বিবৃতিতে তারা বলেছে, সরকার ‘অবৈধ’ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা–কর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে, গুলি করছে।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দলের নেতা–কর্মীরা শোভাযাত্রা করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শাওন প্রধান নামে একজন যুবদলকর্মী নিহত।
পথচারী-নারীসহ ২৬ জন গুলিবিদ্ধ হন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।
নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বিবৃতিতে এ ধরনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জোটটি।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক প্রমুখ এই বিবৃতি পাঠান।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ছাড়াও নেত্রকোনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দলটির কর্মসূচিতে গুলি, সংঘর্ষ, আটক ও হতাহতের ঘটনা ঘটেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এক যৌথ বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা–কর্মীদের ওপর দমনপীড়ন ও গুলি করছে।
নারায়ণগঞ্জের মিছিলে পুলিশ গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে। আহত করেছে দলটির শতাধিক নেতা–কর্মীকে। অবিলম্বে দায়ী পুলিশ সদসদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবারের কর্মসূচিতে বিএনপি নেতা–কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে গণঅধিকার পরিষদের বিবৃতিতে। পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক যৌথ বিবৃতিতে বলেছেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে সরকার তার ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।