লন্ডনে ইউনূস–তারেক বৈঠক ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: বাংলাদেশ খেলাফত মজলিস
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত শরীয়তপুর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মাওলানা জালালুদ্দীন আহমদ এমন মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ আসনে (পালং-জাজিরা) প্রার্থী হতে চান তিনি। গণসংযোগের সময় খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ জেলা ও স্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
রাতে খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংযোগকালে পথসভা ও স্থানীয় সমাবেশে মাওলানা জালালুদ্দীন আহমদ আশা প্রকাশ করে বলেন, লন্ডনের বৈঠকে যদি শেখ হাসিনা ও তাঁর দুঃশাসনের দায় থেকে জাতিকে মুক্ত করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হয়, যদি রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখায় ঐকমত্য হয়, তাহলে দেশের ভবিষ্যতের জন্য তা হবে আশার আলো। পেশিশক্তি, দুর্বৃত্ত, সন্ত্রাসী, অস্ত্রবাজ, চাঁদাবাজ ও নির্বাচনবিরোধী গোষ্ঠীকে চিহ্নিত করে সমূলে নির্মূল করতে না পারলে এ দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, সত্যিকারের দেশপ্রেমিক, আল্লাহভীরু ও দায়িত্ববান নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জাতির মুক্তি নেই। ইসলামপন্থী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ রূপরেখা ও আন্দোলনের আহ্বান জানান তিনি।