উৎসবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার

উৎসবমুখর পরিবেশে আজ রোববার দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আসছেন। তাঁদের অনেকেই স্লোগান দিচ্ছেন। কোনো কোনো মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকেরা ঢোল-বাদ্য বাজাতে বাজাতে আসছেন। গতকাল শনিবারের মতো আজও দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আরও পড়ুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল প্রথম দিনে ১ হাজার ৭৪টি ফরম বিক্রি করেছে দলটি। এদিন দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

কোনো কোনো মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকেরা আসেন ঢোল-বাদ্য বাজিয়ে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: মোহাম্মদ মোস্তফা

দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। এ সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমাও নেওয়া হবে।

সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসছেন। তবে কার্যালয়ের সামনে আসার পর কেবল মনোনয়নপ্রত্যাশী অথবা তাঁর প্রতিনিধি কার্যালয়ের ভেতরে ঢুকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন।

আরও পড়ুন

মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রমে গতকাল বেশি বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা ছিল। তবে আজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। চাইলেও মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে অতিরিক্ত লোকজন কার্যালয়ের ভেতর ঢুকতে পারছেন না।

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়নপ্রত্যাশীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে।