সরকার যে পথে হাঁটছে, তা সঠিক নয়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানপ্রথম আলো ফাইল ছবি

সরকার যে পথে হাঁটছে, তা সঠিক নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য কারামুক্ত সদস্যসচিব আমিনুল হককে আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই। যে নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচন হয়নি। এটা প্রহসন, নাটক, সার্কাস। আজ যে সংসদ, সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে। সুতরাং সরকার যে পথে হাঁটছে, সেটা সঠিক পথ নয়।

সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা করুক, তা বিএনপি চায় বলেও জানান আবদুল মঈন খান। দেশের রাজনীতির সমস্যা—প্রতিহিংসা, এ কথা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার দেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে সরকার ফিরে আসুক।

এই পরিস্থিতিতে কীভাবে রাজনীতি চলতে পারে—এমন প্রশ্ন রেখে আবদুল মঈন খান বলেন, এই সরকার কী চায়? তারা ক্ষমতার মোহে অন্ধ। দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে তারা বিলাসবহুল জীবনযাপন করবে—এটাই কি রাজনীতির উদ্দেশ্য?