বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দলটির সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট
ছবি: সংগৃহীত

সরকার কঠোর পদক্ষেপ নিলে বাজার সিন্ডিকেট দমন করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব। তাই নিত্যপণ্যের দাম কমাতে বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি করেন বক্তারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রমজান মাস এলে বাজার সিন্ডিকেটের হোতারা সক্রিয় হন এবং সাধারণ জনগণের পকেট কাটেন উল্লেখ করে কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার বারবার এদের দমন করতে ব্যর্থ হচ্ছে। এ দায় সরকারের বাণিজ্যমন্ত্রীর ওপর বার্তায়। কোনো অজুহাত না দেখিয়ে যেকোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামানে সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা ও  সাইফুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, সহসভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান, আমিনুল আজিম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।