গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ, দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি

গণ অধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে করে। ঢাকা, ২৪ মেছবি: সংগৃহীত

দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক বলেন, সরকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার তথ্য কয়েক ঘণ্টার মধ্যে দিয়েছে। কিন্তু এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তথ্য দিতে পারেনি। দুর্নীতিবাজ সব ব্যবসায়ী ও আমলাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নুরুল হক বলেন, দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাঁকে সেনাপ্রধান কে বানিয়েছে? পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের হাজার কোটি টাকার সম্পদ। তাঁকে ডিএমপি কমিশনার থেকে র‍্যাবপ্রধান, পুলিশপ্রধান কে বানিয়েছে? এসবের দায় সরকার এড়াতে পারে না।

সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান নুরুল হক। তিনি বলেন, ভোট ও নির্বাচন নিয়ে সরকার মিথ্যাচার করছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, দেশটা আজ খাদের কিনারে। সাবেক সেনাপ্রধান, পুলিশপ্রধানদের দুর্নীতি–অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছে দেশকে হেয়প্রতিপন্ন করেছে।

সমাবেশে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, নুরে এরশাদ সিদ্দিকী, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম।