শাপলা প্রতীক নিয়ে ইসিকে এনসিপির হুঁশিয়ারি

সাংবাদিকদের ব্রিফ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হয় শাপলা প্রতীক দিতে হবে, না হয় ধান ও সোনালি আঁশ বাদ দিতে হবে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তিনি দাবি করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই। কমিশন প্রতীক না দিলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।