বাম ছাত্রনেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ। ১১ আগস্ট, ঢাকাছবি: প্রথম আলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে লাঠিপেটার পর বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধেই পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশন। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ের পাশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এই হুঁশিয়ারি দেন। সংগঠনের ঢাকা মহানগর শাখা কমিটি এই সমাবেশের আয়োজন করে। গত রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’ ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে৷ সোমবার ছাত্র ফেডারেশনের সভাপতিসহ বাম ছাত্রসংগঠনের ২১ নেতা-কর্মী ও অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

মামলা প্রত্যাহারের দাবিতে আজ ছাত্র ফেডারেশনের ডাকা বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অনুপম রায় রূপক। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর ব্যানারে ডাকা কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক হামলা করেছে। এই হয়রানিমূলক ও মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং জ্বালানি তেলের দাম কমাতে হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অবিলম্বে ছাত্রদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে আমরা ঢাকা শহরের সব প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবরোধ কর্মসূচিতে যাব। হামলা-মামলা-গুম করে সরকার রেহাই পাবে না।’

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। এর প্রতিবাদ জানাতে প্রগতিশীল সংগঠনগুলো একটি শান্তিপূর্ণ কর্মসূচি ডেকেছিল। সেখানে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে। পরে আবার সংগঠনগুলোর নেতা-কর্মীদের নামেই পুলিশ মামলা দিয়েছে। এই জুলুম-নিপীড়ন বন্ধ করতে হবে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কর্মসূচিতে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। তা না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের নেতা আরমানুল হক, নুসরাত হক প্রমুখ বক্তব্য দেন।