লুটপাটের দায় চাপিয়ে দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে: গণতন্ত্র মঞ্চ

গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভা হয়ছবি: সংগৃহীত

সরকারের ভুলনীতি, দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলছেন, লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও এর দায় জনগণের ওপর চাপিয়ে দিতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।আজ বৃহস্পতিবার গণসংহতি আন্দোলন কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র মঞ্চের সভায় বক্তারা এসব কথা বলেন।  

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জনসম্মতিহীন ‘অবৈধ’ এই সরকারের লুটপাট ও কতিপয় তোষণ নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ংকর লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। দুর্নীতি বন্ধ করে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলেও সেই দিকে তারা অগ্রসর হচ্ছে না।

সভায় নেতারা আরও বলেন, শুধু তা–ই নয়, ব্যাংকসহ আর্থিক খাতের পরিস্থিতি গভীর সংকটে। বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হচ্ছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ২৮ ফেব্রুয়ারি বুধবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি করবেন তাঁরা। এর আগে মঞ্চের নেতা সাকিব আনোয়ারের ওপর হামলা ও রাজনৈতিক দমন–পীড়নের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

১৯ ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ২৮ ফেব্রুয়ারি বুধবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি করবেন তাঁরা। এর আগে মঞ্চের নেতা সাকিব আনোয়ারের ওপর হামলা ও রাজনৈতিক দমন–পীড়নের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

১৯ ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।