সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল ঘোষণা করেছেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বরের মধ্যে। এবার মোট ভোটার ১২ কোটির বেশি; প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত।