জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা জামায়াতের

জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পুরো জুলাই মাস এবং ৮ আগস্ট পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, দোয়া মাহফিল, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে জামায়াতে ইসলামীর কর্মসূচি শুরু হবে। ওই দিন গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্বের শিকার হওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান হবে। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। আর ৮ থেকে ১৫ জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন জামায়াতের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

আগামী ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে জামায়াতে ইসলামী। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবারদের আয়োজিত অনুষ্ঠানে দলের আমির অংশ নেবেন। ২০ থেকে ২৪ জুলাই সেমিনার ও সিম্পোজিয়াম, ২৫ থেকে ২৮ জুলাই তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ ও ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা করা হবে।

আরও পড়ুন

আগামী ১ আগস্ট জাতীয় সেমিনার এবং শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, আগামী ১ থেকে ৩ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করা হবে।

৬ থেকে ৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা করবে জামায়াতে ইসলামী।