বঙ্গভবনে রওশন এরশাদ

রওশন এরশাদ
ফাইল ছবি

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে গেছেন।

রওশন এরশাদের একজন মুখপাত্র প্রথম আলোকে জানিয়েছেন, আজ দুপুর ১২টার দিকে রওশন এরশাদ বঙ্গভবনে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বঙ্গভবনে ছিলেন।

ওই মুখপাত্র জানিয়েছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের আলোচনা হতে পারে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গত ১৪ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। এখন আজ রওশন এরশাদ বঙ্গভবনে গেলেন।

দলটির এই শীর্ষ দুই নেতার বিরোধ অনেক পুরোনো। দলের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের বিরোধ এখন নির্বাচনের আগে বেড়েছে বলে দলটির নেতারা বলছেন।

গতকাল শনিবারই রওশন এরশাদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাঁর সেই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আজ তাঁর একজন মুখপাত্র প্রথম আলোকে বলেছেন, রওশন এরশাদ ওই চিঠি দেননি।

এর আগেও বিভিন্ন সময় দলের সিদ্ধান্তের বিরোধিতা করে রওশন এরশাদের চিঠি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি অস্বীকার করেছেন।

জি এম কাদেরের পক্ষে গতকাল নির্বাচন কমিশনে পৃথক চিঠি দেওয়া হয়েছে। তাতে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া ও দলীয় প্রার্থীর মনোনয়ন ফরম স্বাক্ষরের ক্ষমতা জি এম কাদেরের বলে জানানো হয়েছে।

রাজনৈতিক দলগুলোর জোটগতভাবে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনকে জানানোর ব্যাপারে গতকাল ছিল শেষ দিন।

জাতীয় পার্টির নেতারা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় তাঁদের দুই শীর্ষ নেতার বিরোধ বাড়ছে।