অবরোধের সমর্থনে গণতান্ত্রিক বাম ঐক্যের মিছিল

অবরোধের সমর্থনে মিছিল শেষে সমাবেশ করে গণতান্ত্রিক বাম ঐক্যছবি: গণতান্ত্রিক বাম ঐক্যের সৌজন্যে

সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। সরকারের উদ্দেশে তাঁরা বলেন, এখনো সময় আছে, গণতন্ত্রের পথে ফিরে আসুন। সব পক্ষের সঙ্গে আলাপ–আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবতে কার্যকর ব্যবস্থা নিন।

আজ মঙ্গলবার ‘একতরফা নির্বাচন’ বন্ধ ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে চলমান অবরোধের সমর্থনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু করে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পুনরায় মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদ। সমাবেশে আরও বক্তব্য দেন হারুন চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সমাজতান্ত্রিক মজদুর পাটির সাধারণ সম্পাদক হারুন আল রশিদ খান প্রমুখ।

বিএনপিসহ বিরোধীদের ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ সকাল ৬টায়। ১১তম দফার এ অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে।