সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত: জোনায়েদ সাকি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকিছবি: প্রথম আলো

সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতির প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা যে কথাটা গুরুত্বের সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হলো গোপন ব্যালটের ভিত্তিতে এ নির্বাচনটা হতে হবে। এ প্রস্তাব আরও অনেকে দিয়েছেন, আমরা এ প্রস্তাবের সঙ্গে একমত।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন জোনায়েদ সাকি।

আজকের আলোচনায় সংসদ সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবে বেশির ভাগ রাজনৈতিক দল একমত বলে জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, গোপন ব্যালটে নির্বাচনের প্রশ্নটিতে প্রায় সবাই একমত। কেউ কেউ বলেছেন, দলের (নিজস্ব রাজনৈতিক দল) সঙ্গে একটু আলোচনা করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতি পরিবর্তনে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন, ‘এখন এই পরিবর্তনের অগ্রগতি কীভাবে হবে, সে বিষয়ে আলোচনা হচ্ছে। গত দুই দিনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ সংশোধনের যে সিদ্ধান্ত হয়েছে, তাতেই সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। ফলে এ বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছেন।’

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এএসপিসহ ৩০টি দল।