সাক্ষাৎকারে আলী ইমাম মজুমদার

হামলা নিন্দনীয়, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

রাজনৈতিক বিরোধীদের বাড়ি বেছে বেছে হামলা হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে নেতা–কর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে গুপ্ত হামলা। নির্বাচনের আগে এমন হামলা নিয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন আশীষ উর রহমান

আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব
ফাইল ছবি
প্রশ্ন:

বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের ওপর গুপ্ত হামলার ঘটনা ঘটছে। বেছে বেছে তাঁদের বাড়িতেও হামলা হচ্ছে। একজন নিহত হয়েছেন। কিন্তু পুলিশের জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। তদন্ত হচ্ছে না। এটা নিয়ে কী বলবেন?

আলী ইমাম মজুমদার: এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনায় উচিত সংশ্লিষ্ট থানা-পুলিশের দ্রুত জোরালো ব্যবস্থা নেওয়া। তদন্ত করে প্রতিবেদন দেওয়া। অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

প্রশ্ন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল হামলা হলো (গতকাল)। এর আগে বিএনপির নেতা তরিকুল ইসলামের বাসায় কয়েক মিনিটে ২৫টি ককটেল ছোড়া হয়। এটা তো নতুন প্রবণতা। রাজনীতির কী অবস্থায় এই প্রবণতা তৈরি হলো, বিষয়টিকে কীভাবে দেখেন?

আলী ইমাম মজুমদার: এ ক্ষেত্রেও একই কথা বলব। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিরোধী দলের নেতা-কর্মীদের ভয় দেখানো, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এসব কাজ করা হচ্ছে। রাজনৈতিক তৎপরতা থেকে তাঁদের বিরত রাখার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে আমার মনে হয়।

প্রশ্ন:

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হরতাল, অবরোধ ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু এত মামলা, এত দ্রুত বিচার, এত সাজা দেখা যায়নি। বিষয়টি নিয়ে আপনি কী বলবেন?

আলী ইমাম মজুমদার: এ ধরনের মামলা এবার প্রথম হচ্ছে, তা কিন্তু নয়। আগের সরকারের আমলেও তখনকার বিরোধীদের বিরুদ্ধে এমন মামলা হয়েছে। কিন্তু এখন পর্যায়ক্রমে মামলা ও বিচারের সংখ্যা বেড়েছে। হাজারে হাজারে হচ্ছে। এটা নিন্দনীয়। এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।

প্রশ্ন:

এমন পরিস্থিতির মধ্যে কি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব?

আলী ইমাম মজুমদার: এ ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু হতে হলে অংশগ্রহণমূলক হতে হবে। বর্তমানে যারা বিরোধী দলে আছে, তারা নির্বাচনে যাবে না বলছে। তারা যেসব কর্মসূচি দিচ্ছে, তা-ও জোরদার কর্মসূচি বলে মনে হচ্ছে না। জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া প্রয়োজন বলে মনে হয়।

প্রশ্ন:

বাংলাদেশে কি এভাবেই চলবে? ভবিষ্যৎ কী দেখেন?

আলী ইমাম মজুমদার: বর্তমানে যে টানাপোড়েন চলছে, তা কাম্য নয়। দেশের অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক নয়। বার্ষিক গড় প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ (মজুত) কমছে, আয়বৈষম্য বাড়ছে, মূল্যস্ফীতি ঘটছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবে সব সময় এমনই চলবে, তা মনে হয় না। পরিবর্তন আসবে। আমাদের প্রজন্ম না পারলে পরের প্রজন্ম পারবে। এই বিশ্বাস আমার আছে।