সাংগঠনিক শৃঙ্খলা মেনে কাজ করতে নেতা–কর্মীদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। আজ শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
কর্মিসভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলমের (সাম্য) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া ছিলেন কর্মিসভার প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদার ছিলেন প্রধান বক্তা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি (১) আরমান হোসেন, সহসভাপতি আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, যুগ্ম সম্পাদক (১) আবদুর রহিম রাজিব, দপ্তর সম্পাদক মুদাসসিরুল ইসলাম প্রমুখ।
খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হিরার সভাপতিত্ব কর্মিসভা সঞ্চালনা করেন খিলগাঁও থানা ছাত্রদলের সদস্যসচিব বেনজীর আহমেদ।