তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হক

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতার সঙ্গে বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকছবি: বাংলাদেশ খেলাফত মজলিসের সৌজন্যে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাত জন শীর্ষস্থানীয় আলেম তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন। প্রতিনিধিদলটি গতকাল কাবুলে পৌঁছেছে। তাঁরা আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।