তারেক রহমানকে শুভেচ্ছার ব্যানার ছিঁড়লেন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার দুপুরে প্যারিস রোডে এ ঘটনা ঘটে। ব্যানারটি টাঙিয়েছিলেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। আম্মার '৭৩-এর অধ্যাদেশের ৫৫ (২) ধারা উল্লেখ করে ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের কারণ দেখান এবং ফেসবুকে আলটিমেটাম দেন। শিক্ষক নেছার উদ্দিন এটিকে 'ধৃষ্টতা' আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।