বেসামাল হয়ে ক্ষমতাসীনেরা হামলা চালাচ্ছে: বাম জোট

নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে আজ রোববার বিক্ষোভ সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ রোববার রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ করে তারা।

সমাবেশে নেতারা বলেন, সরকার বেসামাল হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে বাম জোট ও শরিক দলগুলোর সভা-সমাবেশ, মিছিলে হামলা করছে। তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি আড়াল করতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সংবিধান পরিবর্তন করে তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সরকারের কোনো বিকল্প পথ নেই। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ।

বাম জোটের নেতাদের অভিযোগ, নেত্রকোনায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, চিকিৎসক দিবালোক সিংহসহ দলটির নেতা–কর্মীদের ওপর হামলা করেছে। হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেছেন, হামলা করে অতীতের স্বৈরাচারী সরকারের মতো এ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বাম জোটের নেতারা আরও বলেন, দেশের মানুষ আজ সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এদিকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ নেতা নিখিল দাস, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী নিমাই গাঙ্গুলী প্রমুখ।