এখন দেশের বুদ্ধিজীবীরা বিভক্ত: এবি পার্টি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে এবি পার্টি
ছবি: প্রথম আলো

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন। শোষণ-জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে তাঁরা জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। এখন দেশের বুদ্ধিজীবীরা বিভক্ত। তাঁরা নানা মত ও মতাদর্শে অন্ধ হয়ে একে অপরের সঙ্গে প্রাণঘাতী শত্রুতায় লিপ্ত। দুর্ভাগ্যজনকভাবে তাঁদের কেউ কেউ ফ্যাসিবাদের দোসর।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে দলটি। এরপর মজিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।

এবি পার্টির এই নেতা বলেন, ‘শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি, সাহিত্যিকেরা একটি দেশের অলংকার। তাঁরা দেশের সম্পদ। তাদের চিন্তা ও লেখনীতে জাতি দিকনির্দেশনা পায়। ১৯৭১ সালে হানাদার বাহিনী দেশের ভিত্তি দুর্বল করে দেওয়ার জন্য নৃশংস কায়দায় শ্রেষ্ঠ গুণীজনদের হত্যা করেছে। সে ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাঁদের আত্মত্যাগ ভুলব না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বি এম নাজমূল হক, পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ।