২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অধ্যাপক আনু মুহাম্মদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আনু মুহাম্মদফাইল ছবি

ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদের সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অধ্যাপক আনু মুহম্মদ আজ বেলা ১১টায় রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেন থেকে নামার সময় পা হড়কে পড়ে গিয়ে আহত হন। তিনি ১৯ এপ্রিল দিনাজপুরের ফুলবাড়ীতে গিয়েছিলেন। সেখান থেকে আজ ট্রেনে ঢাকায় ফিরছিলেন তিনি।

দুর্ঘটনায় আহত হওয়ার পর অধ্যাপক আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর পায়ের আঙুলে একটি অস্ত্রোপচার হয়েছে।