মোহাম্মদ সাহাবুদ্দিনকে ‘মন থেকে’ অভিনন্দন জানালেন জি এম কাদের
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি। তাঁকে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছে দলটি।
আজ রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। অন্য কোনো প্রার্থী না থাকলে সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে মোহাম্মদ সাহাবুদ্দিনই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।
মোহাম্মদ সাহাবুদ্দিনকে মনোনয়নের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রথম আলোকে বলেন, ‘তাঁকে মন থেকে অভিনন্দন জানাই। তাঁকে অনেক দিন থেকেই চিনি। তিনি একজন ভালো ও দেশপ্রেমিক মানুষ। দেশ ও জাতির কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।’
আওয়ামী লীগের এই প্রার্থী মনোনয়নে জাতীয় পার্টি খুশি বলে জানান জি এম কাদের। তিনি সবার ওপরে ছায়া হিসেবে থাকবেন বলেও তাঁর প্রত্যাশা।
মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্ম পাবনায় ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। এখন তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।