বিরতির পর মহানগর ও জেলায় কর্মসূচি দিল বিএনপি
রোজা ও ঈদের বিরতির পর আবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিন, সংসদকে বিলুপ্ত করুন।’
সমাবেশ থেকে ঢাকাসহ সব মহানগর এবং দলের ৮২টি সাংগঠনিক জেলায় চার দিনের নতুন কর্মসূচিরও ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম। কর্মসূচিগুলো হলো—১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জনসমাবেশ, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ।
নয়াপল্টনে বেলা আড়াইটায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন। এ সময় নয়াপল্টনের ভিআইপি রোড ছাড়িয়ে নেতা-কর্মীরা কাকরাইল, পুরানা পল্টন, ফকিরাপুল এলাকায়ও ছড়িয়ে পড়েন। সমাবেশের কারণে ভিআইপি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই এলাকার পথচারী ও যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়।
সমাবেশে মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘পথ একটাই, যদি নিরাপদ প্রস্থান চান, তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না।’
মির্জা ফখরুল বলেন, ‘বল নিয়ে ক্যারিকেচার করে কোনো লাভ হবে না, গোল দেওয়া যাবে না। গোল দেবে এবার জনগণ। সেই গোলের জন্য আমরা তৈরি হচ্ছি।’
জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলার প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগাররা আরেকটি নতুন মামলা দিয়েছে ৪৭ বছর পরে। কেন? জনগণ যে আন্দোলনে নেমেছে, এই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য নতুন ফন্দিফিকির শুরু করেছে। তিনি বলেন, ‘কেন, তখনকার গণবাহিনীর প্রধান ইনু সাহেবের (হাসানুল হক ইনু) নামে মামলা দেননি। কারণ, তিনি আপনাদের দোসর ছিলেন, আপনাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। অথচ যিনি তখন বন্দী ছিলেন (জিয়াউর রহমান), তাঁকে আসামি করে মামলা দিয়েছেন।’
রাজনৈতিক ঝড়ও আসছে
প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিন দেশ সফরে সরকারপ্রধান আসলে কিছুই করতে পারেননি।
মির্জা ফখরুল বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) কী আপনাদের জন্য আনতে গিয়েছিলেন? না। ক্ষমতাকে কীভাবে পাকাপোক্ত রাখা যায়, তার জন্য দেনদরবার করতে গিয়েছিলেন। প্রতিটা বৈঠকে একটাই কথা উঠে এসেছে যে বাংলাদেশে আমরা (বিদেশিরা) সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, মানবাধিকার দেখতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চাই। এ কথাগুলো আসে কেন, ওবায়দুল কাদের জবাব দেবেন?’
মির্জা ফখরুল বলেন, ‘কথা বাড়াব না, ঝড় আসছে। সমুদ্র থেকে উত্তাল ঢেউ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। আজ শুধু প্রাকৃতিক ঝড় আসছে, সেটা মনে করার কোনো কারণ নেই। আজ রাজনৈতিক ঝড়ও আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসরিত হয়ে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।