ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরু ২২ জানুয়ারি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি জানান, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। শেষ হবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়।