কাল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আগামীকাল মঙ্গলবার। বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪–দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ২৩ মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪–দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে জোটের শরিকেরা ১৪ দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন, অসন্তোষ প্রকাশ করেন। তখনই জোটের সমন্বয়কের নেতৃত্বে আরও বৈঠক করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার জোটের মুখপাত্রের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের শরিকেরা। বৈঠকে আগামী বাজেট অধিবেশনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে বৈঠকে জোটের আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করার বিষয়ে আলোচনা হবে বলে একাধিক নেতা জানান। এ ক্ষেত্রে রাজধানীর বাইরে জেলা পর্যায়ে সভা-সমাবেশ করার দাবি শরিকদের দীর্ঘদিনের।

তবে ১৪ দলের শরিকদের সূত্রে জানা গেছে, জোটের ভবিষ্যৎ নিয়ে তারা খুব বেশি আশাবাদী নয়। এ জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারসহ নানা ইস্যুতে নিজ নিজ দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে শরিকেরা। ঈদ এবং আগামী বাজেটের পর থেকেই এসব কর্মসূচি নিয়ে ১৪ দলের শরিকেরা রাজপথে নামতে পারে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন ছাড় পায়নি ১৪ দলের শরিকেরা। এতে নাখোশ ছিলেন নেতারা। এর পর থেকেই জোটের প্রাসঙ্গিকতা আছে কি না, সে প্রশ্ন তোলেন শরিকেরা। পরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ মের বৈঠকে জোটের প্রাসঙ্গিতা আছে বলে আশ্বস্ত করেন শরিকদের।