বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করবে, ক্ষমতায় বসাবে না: মতিয়া
জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি মনে করছে, বিদেশিরা তাদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। তাদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে। ক্ষমতায় বসাবে না। একমাত্র জনগণই ক্ষমতায় বসাতে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করেন মতিয়া চৌধুরী। তাঁর অভিযোগ, বিএনপি বিদেশে লবিং করছে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। স্যাংশনের (নিষেধাজ্ঞা) জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার, তারা সেটা করার চেষ্টা করছে।
বাজেট আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। তিনি আরও বলেন, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বিএনপির সুরে কথা বলছেন।