ময়মনসিংহ-৯: নির্বাচনে থাকছেন আওয়ামী লীগ প্রার্থী আবদুস সালাম

মেজর জেনারেল (অব.) আবদুস সালাম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রার্থিতা ফিরে পেতে আবদুস সালামের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে কমিশন।

এর ফলে আবদুস সালামের প্রার্থিতা বাতিল হয়। ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ইসি। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন আবদুস সালাম। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া।