শেয়ার মার্কেটে এমন অরাজকতা ৫০ বছরে দেখিনি: কাজী ফিরোজ

জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদফাইল ছবি

দেশের শেয়ারবাজার পরিস্থিতি ‘বিপর্যয়ের শেষ প্রান্তে’ বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, এ রকম বিপর্যয়, অরাজকতা, অন্যায়-অবিচার গত ৫০ বছরে তিনি দেখেননি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয় নগরে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজকে শেয়ার মার্কেট বিপর্যয়ের শেষ প্রান্তে। আমি ৫০ বছরের বেশি শেয়ার মার্কেটে আছি। আমার দুটি বড় কোম্পানি আছে, বড় প্লেয়ার ছিলাম এককালে। আমি এখন শেয়ার মার্কেটে যাই না, মুখ ফিরায়ে নিছি। ৫০ বছরের মধ্যে এ রকম বিপর্যয়, এ রকম অরাজকতা, এমন অন্যায়-অবিচার কখনো দেখি নাই।’

জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, যত বাজে কোম্পানি আছে, সেগুলোকে রাজনৈতিক বিবেচনায় শেয়ার মার্কেটে এনে সাধারণ বিনিয়োগকারীদের দিন–রাত পকেট কেটে নেওয়া হচ্ছে। তিনি মন্তব্য করেন, এটা একটা দেশের রাজনীতি হতে পারে না, একটা দেশের অর্থনীতি হতে পারে না।

দেশের অবস্থা অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেন ফিরোজ রশীদ। তিনি বলেন, বিশেষ করে ব্যাংকিং খাতে একটি বিরাট বিপর্যয় নেমে এসেছে। বড় বড় ব্যাংকগুলো ছোট ছোট ব্যাংককে গিলে খাচ্ছে। কারও কোনো জবাবদিহি নেই। এখানেই শেষ নয়, বড় বড় কোম্পানিতে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সে কোম্পানিগুলো গ্রাস করা হচ্ছে। অর্থাৎ একটা সর্বগ্রাসী অবস্থা সারা দেশে বিরাজমান। এটা চলতে পারে না।

এসব বিষয়ে সংসদের বিরোধী দল কোনো কথা বলছে না, অভিযোগ করেন ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘আজকে এসবের বিরুদ্ধে কথা বলা রাজনীতিবিদদের কাজ। কিন্তু সংসদে যারা বিরোধী দল, তারা এখন আর কথা বলে না। আগে যত লম্ফঝম্প করেছে, এখন দেখি তারা সব নিশ্চুপ হয়ে গেছে। আগে জাতীয় পার্টিকে মানুষ বলত গৃহপালিত বিরোধী দল। এখন বলে যে এরা ক্রীতদাস।’

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার বলেও মন্তব্য করেন দলটির সাবেক অন্যতম কো–চেয়ারম্যান ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতি মানুষের কোনো আস্থা নেই। আমার সন্দেহ হয়, যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ (একীভূত) হয়ে যাচ্ছে, দলগুলোও একসময় মার্জ হয়ে যাবে। দেখা যাবে, পরবর্তী নির্বাচনে কোনো মার্কা খুঁজে পাবেন না নৌকা ও ধানের শীষ ছাড়া।’

এ প্রসঙ্গে তিনি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁরা নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন, তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে। কারণ, নির্বাচন এখন নির্বাচন নেই, একটি দলের মধ্যেই নির্বাচন হয়।

আগামীকাল শনিবার রাজধানীতে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি পরিচিতি সভা ছিল। সেটি স্থগিত করার ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এর পরিবর্তে দলটি আগামী পাঁচ দিন রাজধানীর কয়েকটি স্থানে দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মধ্যে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করবে বলে জানান কাজী ফিরোজ রশীদ।