সংকটের চক্রে ঘূর্ণায়মান দিশাহীন বাজেট: বাসদ

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘সংকটের চক্রে ঘূর্ণায়মান দিশাহীন বাজেট’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের দুর্নীতি, অপচয় ও লুণ্ঠনমূলক নীতির দায় জনগণের ওপর চাপিয়ে কর ও ভ্যাট বৃদ্ধির বাজেট জনজীবনে দুর্ভোগ আরও বহুগুণ বাড়াবে। তিনি বলেন, আইএমএফের পরামর্শ মেনে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা জিডিপির ১৪ দশমিক ২০ শতাংশ। জিডিপির অনুপাতে এটি গত এক দশকের সবচেয়ে ছোট বাজেট।

বিবৃতিতে বলা হয়, গত অর্থবছরে জনজীবনে দুর্ভোগ বয়ে নিয়ে এসেছিল দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, টাকার মানের অবনমন, ডলার সংকট ও ডলার পাচার, রিজার্ভ সংকট, ব্যাংক খাতে লুটপাট ইত্যাদি। এসব সংকট সমাধানের কোনো দিকদিশা না থাকায় সংকট আরও ঘনীভূত হবে।