‘কৃত্রিম’ শ্রমিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবি এবি পার্টির
দেশব্যাপী শ্রমিক অসন্তোষের পেছনে কৃত্রিম শ্রমিক সংগঠনের ভূমিকা আছে বলে মনে করে এবি পার্টি। বিগত আওয়ামী লীগ সরকার শ্রমিক লীগকে পুনর্বাসনের নামে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করেছে দাবি করে সেগুলোর নিবন্ধন নিয়ে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে দলটি।
বুধবার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী শ্রমিক অসন্তোষের পেছনে যেমন যৌক্তিক কারণ রয়েছে; তেমনি রয়েছে অনেক অযৌক্তিক দাবি। যেমন নারী কর্মীদের সঙ্গে পুরুষের সংখ্যার সমতা, চাহিবামাত্র চাকরি প্রদান বা বেতন বৃদ্ধি ইত্যাদি। এবি পার্টি মনে করে, গত ফ্যাসিবাদী আমলে শ্রমিক লীগকে পুনর্বাসনের নামে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে। সেগুলো তদন্ত সাপেক্ষে নিবন্ধন বাতিল করতে হবে।
শ্রমিক বিশৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে এবি পার্টির সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘আমরা শিল্প পুলিশ ও সেনাসদস্যদের সহযোগিতায় শ্রমিক অঞ্চলে বহিরাগত প্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানাই। সম্প্রতি যেসব শ্রমিক ভাই-বোন নিহত হয়েছেন, সেগুলোর তদন্ত সাপেক্ষে বিচার, পরিবারকে পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, সিনিয়র সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্যসচিব আবদুল হকসহ অন্যরা।