হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় আজ রোববার মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আজ ও আগামীকাল সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।
হরতালের সমর্থনে আজ রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিছিল করে। দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, কামরুজ্জামান বিপ্লব, সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান প্রমুখ।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর ফকিরাপুলে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মারুফ এলাহী ও শ্যামল মালুম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান প্রমুখ।
নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ঘোষিত হরতালের সমর্থনে পুরান ঢাকায় মিছিল করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে মিছিল করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ তেজগাঁও রেলস্টেশন এলাকায় সড়কে এ মিছিল করেন তাঁরা।
মহানগর উত্তর মহিলা দলও বাড্ডা এলাকায় আজ মিছিল করেছে।