চট্টগ্রাম নগরে আজ জনসভা করবে আওয়ামী লীগ, পদযাত্রা করবে বিএনপি

গত শুক্রবার অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ রোববার বেলা তিনটায় জনসভা করবে মহানগর আওয়ামী লীগ। প্রায় একই সময়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।

গত শুক্রবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে আজকের জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা থেকে আজকের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও উন্নয়ন ব্যাহতের চক্রান্তের প্রতিবাদে এই জনসভা হবে।

বর্ধিত সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বিএনপি-জামায়াতের নৈরাজ্য-নাশকতা ঠেকাতে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে লালদীঘি ময়দানের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান আ জ ম নাছির।

লালদীঘি ময়দানের আজকের এ জনসভায় মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

বিএনপির পদযাত্রা

গতকাল শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে পদযাত্রা পালন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি।

গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের নসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে নগর বিএনপি।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক শাহদাত হোসেন। সভায় তিনি জানান, নগরের সাতটি থানার উদ্যোগে বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু করে মুরাদপুর পর্যন্ত পদযাত্রা হবে। থানাগুলো হলো কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার, সদরঘাট, চাঁদগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী।

লালদীঘির ময়দান থেকে বাকলিয়া এক্সেস রোডের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার।

চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় শাহদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে তাঁরা এ পদযাত্রার কর্মসূচি পালন করবেন। পদযাত্রা সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।