ঢাকার ১৫টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন ২৭ জন

নির্বাচনপ্রতীকী ছবি

ঢাকা মহানগরের (৪ থেকে ১৮ আসন) ১৫টি আসন থেকে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এখন এই আসনগুলোয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১২৫।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম এসব তথ্য জানান।
সাবিরুল ইসলাম বলেন, আপিল শুনানির পর এই ১৫ আসনে ১৫২ জন বৈধ প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে আজ ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপর দিকে জাতীয় পার্টি থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৩ জন। তাঁরা হলেন ঢাকা-১৭ আসন থেকে জি এম কাদের ও সালমা ইসলাম, ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৫ আসনের মীর আবদুর সবুর, ঢাকা-৭ আসনে তারেক আহমেদ আদেল, ঢাকা-১৩ ও ১৪ আসনে মোহাম্মদ শফিকুল ইসলাম।

আরও পড়ুন

ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার, ঢাকা-৯ আসনে ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ, ঢাকা-৯ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নীলাঞ্জনা রিফাত, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম ও ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অপর দিকে জাকের পার্টির ১৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে ঢাকা-১১ আসনের মো. মাসুদ রানা, ঢাকা-৪ আসনের রবিউল ইসলাম, ঢাকা-১৬ আসনের আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনের মাইনুল ইসলাম, ঢাকা-৭ আসনের বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনের মো. নজরুল ইসলাম, ঢাকা-৯ আসনের মোহাম্মদ মফিজ উল্লাহ, ঢাকা-১২ আসনের হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনের মো. হুমায়ুন কবীর, ঢাকা-১৭ আসনের কাজী মো. রাশিদুল হাসান, ঢাকা-১৮ আসনের শরিফ হোসেন, ঢাকা-৬ আসনের তারিকুল ইসলাম ও ঢাকা-১৪ আসনের মো. জাকির হোসেন।