উপদেষ্টা পরিষদ পরিবর্তন নিয়ে যা বললেন নাহিদ

বৈঠকের পর এনসিপির নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে দুরভিসন্ধি হিসেবে উল্লেখ করেন। গতকাল বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানানোর পর নাহিদ এই মন্তব্য করেন। তিনি বলেন, উপদেষ্টাদের নিরপেক্ষতা দরকার, তবে পুরো পরিষদ পরিবর্তন সম্ভব নয়।