সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের শামিল: খন্দকার মোরাররফ

খন্দকার মোশাররফ হোসেন
ফাইল ছবি

আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের পকেট ভারী করার জন্য সরকারি হাসপাতালগুলোতে ফি নিয়ে রোগী দেখার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার বিপর্যয় নেমে এসেছে। এরই মধ্যে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি দিয়ে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের শামিল।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলে খন্দকার মোশাররফ। ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সরকারি চিকিৎসকেরা আগামী বৃহস্পতিবার থেকে অফিস সময়ের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন। প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করা হবে। গত সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’-সংক্রান্ত এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। সবকিছু দলীয়করণ হয়ে গেছে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোর কর্মকর্তাদের কথা অধীনস্তরা শুনছেন না। দলীয় পরিচয় দিয়ে যে যার মতো চলছে।

‘সরকার দুর্নীতিতে নিমজ্জিত’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারি হাসপাতালে যন্ত্রপাতি আছে। কিন্তু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর সিন্ডিকেটের কারণে জনগণ সুবিধা পাচ্ছে না।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকার ভয় পেয়ে গেছে। কারণ, জনগণ জেগে উঠেছে। তাঁরা ২০১৪ ও ২০১৮ সালের মতো আর নির্বাচন করতে দেবে না। সে কারণে বিএনপির নেতা-কর্মীরা ক্লাবে-হোটেলে খেতে গেলেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।

ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপিপন্থী বেসরকারি শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি, পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।