নিবন্ধনের জন্য মাঠপর্যায়ে তথ্য যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু কর্মকর্তা অপেশাদার ও হয়রানিমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বুধবার নির্বাচন কমিশনে এ অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিয়েছে দলটি। তাতে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
এবি পার্টি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে যায়। দলটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
নতুন নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে প্রাথমিক বাছাইয়ে এবি পার্টিসহ ১২টি দল টিকেছে। এখন এই দলগুলোর মাঠপর্যায়ের তথ্য যাচাই করছে ইসি।
স্মারকলিপিতে দলটি বলেছে, নির্বাচন কমিশনের কিছু জেলা, উপজেলা ও থানা কর্মকর্তা মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাইকালে নির্দেশনার বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক, অপেশাদার, অনৈতিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ করেছেন। কিছু নির্বাচন কর্মকর্তাকে মনে হয়েছে তাঁরা বিশেষ দলের প্রতি আনুগত্যশীল। তাঁরা এবি পার্টির দলীয় নেতা-কর্মী এবং অফিস ভবনের মালিকদের হয়রানি করার চেষ্টা করেছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দলটি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যোবায়ের আহমেদ ভূঁইয়া, সিনিয়র সহকারী সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাত উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।