সম্মেলনের প্রায় সাড়ে আট মাস পর গতকাল সোমবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই অসন্তোষ দেখা দিয়েছে নেতা–কর্মীদের মধ্যে। সোমবার রাতে ৩২ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরদিন আজ মঙ্গলবার নতুন কমিটির দুই সহসভাপতি পদত্যাগ করছেন।
পদত্যাগ করা দুই নেতা হলেন নুরুল মোস্তফা (মানিক) ও রাজিবুল আহসান (সুমন)। তাঁদের দুজনকে যথাক্রমে নতুন কমিটিতে তিন ও পাঁচ নম্বর সহসভাপতি করা হয়েছে। দুজনই সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। পদ প্রত্যাখ্যান করে দুজনই কেন্দ্রীয় যুবলীগ বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন কমিটি থেকে পদত্যাগ করা রাজিবুল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমি সভাপতির জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলাম। সহসভাপতি পদে আমাকে রাখা হয়েছে। কিন্তু আমি ওই পদে মনোনয়ন জমা দিইনি। তাই আমি পদত্যাগ করে চেয়ারম্যান বরাবর জীবনবৃত্তান্ত জমা দিয়েছি।’
উল্লেখ্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান বর্তমানে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য। আওয়ামী লীগের ওই পদে তিনি থাকবেন বলে প্রথম আলোকে জানান।
নুরুল মোস্তফা নিজের ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আগের কমিটিতে সহসভাপতি ছিলাম। এবার সভাপতি পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে আবারও সহসভাপতি করা হয়েছে। বিষয়টি পছন্দ হয়নি। তাই পদত্যাগপত্র পাঠিয়ে দেব।’
সোমবার রাতে গত কমিটির সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমকে সভাপতি ও সীতাকুণ্ড যুবলীগের সভাপতি মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
দুই নেতার পদত্যাগের এ বিষয়ে নতুন কমিটির সভাপতি এস এম রাশেদুল আলম বলেন, হয়তো তাঁরা আরও ভালো পদ আশা করেছিলেন। সহসভাপতি পদ তাঁদের পছন্দ না হতেই পারে। তাই পদত্যাগ করেছেন। সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বাকি পদগুলো যথাসময়ে পূরণ করা হবে।