অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি ইসি ঘেরাও করেছে: বাংলাদেশ এলডিপি

বিবৃতিপ্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি (এনসিপি) বিনা কারণে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ এলডিপি)।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন ও মহাসচিব তমিজ উদ্দিন এ অভিযোগ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন এবং পরে বিক্ষোভ সমাবেশ করেন।

দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাঁকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। ফলে ঢাকার নাগরিকেরা রাস্তায় নেমে এসেছেন। এই ইস্যু আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেল না কেন, এমন প্রশ্ন রাখেন তাঁরা।

আরও পড়ুন

বাংলাদেশ এলডিপির বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দেশের সামগ্রিক অবস্থা ভেঙে পড়েছে। একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। অধ্যাপক ইউনূসকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু এই সমর্থনের অপব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। উপরন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দল নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছেন। বাংলাদেশ এলডিপি সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

বিদেশি শক্তির কাছে মাথানত করে চট্টগ্রাম বন্দর তাদের হাতে তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুন