শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে: এবি পার্টি

রাজধানীর বিজয়নগরে হরতালের সমর্থনে বিক্ষোভ–সমাবেশ করে এবি পার্টি। ঢাকা, ১৯ নভেম্বরছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতা–কর্মীরা শান্তি সমাবেশের নামে ভয়–ভীতি তৈরি ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। দলটি বলছে, ভোটাধিকারের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, তখন সরকারি দলের নেতারা পাল্টা কর্মসূচি হিসেবে প্রকাশ্য অস্ত্র হাতে পুলিশের সামনে শান্তি সমাবেশের নামে সন্ত্রাসের মহড়া দিচ্ছে।

আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে হরতালের সমর্থনে জনবিক্ষোভ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

সরকার দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার। তিনি বলেন, বিরোধী দলের অফিস তালাবদ্ধ করে আওয়ামী লীগ মনোনয়ন বিক্রির উৎসবে মেতে উঠেছে।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একতরফা নির্বাচনের পাঁয়তারার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্দোলন–সংগ্রাম চলবে।