রহমতুল্লাহর ‘পকেটে’ দুই কোটি ভোট

আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ জাতীয় সংসদে বলেছেন, তিনি আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। তাঁর পকেটেই আহলে হাদিসের দুই কোটি ভোট আছে। জাতীয় সংসদে আহলে হাদিসের অনুসারী প্রায় ৩০ জন সংসদ সদস্য আছেন। তবে অনেকে পরিচয় দেন না।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য রহমতুল্লাহ এসব কথা বলেন।

একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে রহমতুল্লাহ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, এক-এগারোর পরে কারা পালিয়েছিল, মানুষ জানে। ফখরুল সাহেব, তুমি তো ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দিতে চাও।’

নিজেকে আহলে হাদিসের দুই কোটি ভোটের ‘চিফ অ্যাডভাইজার’ (প্রধান উপদেষ্টা) দাবি করে রহমতুল্লাহ বলেন, ‘আমাকে সভাপতি করতে চেয়েছিল। আমার অফিসে বসে আমি কমিটি বানিয়ে দিই। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। এরা কোনো দিন জামাত করে না। আহলে হাদিস হলো একমাত্র আমি যেদিকে যাব, সেদিকে থাকবে।’

নিজেকে সৎ লোক দাবি করে রহমতুল্লাহ বলেন, ‘অনেকে প্রশ্ন করেন, আপনাকে মিনিস্টার করলেন না কেন? আমাকে মেয়র সেধেছেন। মিনিস্টার করতে চেয়েছেন।’

এ পর্যায়ে রহমতুল্লাহর কাছে স্পিকার জানতে চান, তাঁর পয়েন্ট অব অর্ডারটা কী? তখন রহমতুল্লাহ বলেন, ‘ফখরুল বলেছেন, এক–এগারোর পর কারা পালিয়েছিল, মানুষ জানে। এটা মিন করছে, আমাদের আর কী। আমি পেপারটা আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি পড়লে বুঝতে পারবেন।’