নেতা–কর্মীদের রান্না করে খাওয়াতে আনা হয়েছিল কার্গো ভ্যানভর্তি চাল

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢুকতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাধা দেওয়া দেওয়াছবি: সাজিদ হোসেন

রাজধানীতে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছিল কার্গো ভ্যানভর্তি চাল। নেতা–কর্মীদের রান্না করে খাওয়ানোর জন্য চালগুলো আনা হয়।

আজ বুধবার দুপুরে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আরও পড়ুন
সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে

সরেজমিনে দেখা গেছে, মাইকে প্রচার–প্রচারণার জন্য রাখা দুটি ট্রাক কার্যালয়ের সামনে থেকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া কার্যালয়ের পাশে অর্ধশতাধিক মোটরসাইকেল পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যায়। কার্যালয়ের সামনে দাঁড় করানো ছিল একটি কার্গো ভ্যান। সেটির সামনের কাচ ভাঙা।

সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কার্যালয়ের ভেতরে অভিযান চালায়। সেখান থেকে শতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেন, কার্গোভর্তি চাল আনা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। এটির চালক পালিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া বিএনপির নেতা–কর্মীরা নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিলেন। এ জন্য তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন।

আরও পড়ুন