‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে: মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, এখন মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে। প্রশাসন ‘বি’–এর কথামতো চলে। বিভিন্ন জায়গায় দখলদারত্ব, চাঁদাবাজির শেষ নেই। এত বড় অভ্যুত্থান ও এত আত্মত্যাগের পরেও এগুলো চলছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের ওপর স্থানীয় বিএনপির হামলা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা–কর্মীদের ওপর হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘প্রশাসনের লোক মনে করছে, “এ”–এর বদলে “বি” আসবে। তাই পুলিশ কোনো বিশেষ ব্যক্তির নির্দেশে চলবে, এমন পুলিশ প্রশাসন আমরা চাই না। অন্যায়ের সঙ্গে মাথা নত করব না, জেল খেটেছি, মার খেয়েছি, জুলুম–নির্যাতন সহ্য করেছি। গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের লোকদের ওপর এমন হামলা চলছে।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, দেশের আইনশৃঙ্খলা ঠিক করেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন, নইলে সাধারণ মানুষের কাছে এই গণ–অভ্যুত্থান মূল্যহীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।’
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘যে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি, আমরা চাই না নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা দখল করুক। সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে গড়ে তুলতে হবে। আগামী দিনে কোনো কিংস পার্টি আমরা দেখতে চাই না।’
ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থবিষয়ক সম্পাদক দিদারুল ভুঁইয়া প্রমুখ।