সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের

গণতন্ত্র মঞ্চের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় জোটের নেতারা। কীর্তনখোলা মিলনায়তন, বরিশাল। ২৪ মে ২০২৪ছবি: সংগৃহীত

দেশকে দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় জোটের নেতারা এ কথা বলেন। সরকার ও শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজ শুক্রবার বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ধারাবাহিক দুঃশাসন দেশকে দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশে তাদের দখলদারত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতির অভিযোগ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধানের সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) করার আদালতের নির্দেশ, ‘ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে’ কলকাতায় সরকারদলীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ড; দেশে কী ধরনের স্বেচ্ছাচারিতা চলছে তার সামান্য নজিরমাত্র।

সরকারের নীতিনির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবিলার কথা বলে বাস্তবে ভারতের মোদি সরকারের সঙ্গে ‘অশুভ আঁতাত গড়ে তুলেছে’ বলে অভিযোগ করেন মঞ্চের নেতারা। তাঁরা বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদ্যমান দুঃশাসনকে বিদায় দিতে হবে।

প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা আহ্বায়ক হারুনুর রশিদ মাহমুদ ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম।