পৃথিবী বিপদগ্রস্ত, শুধু বিএনপি বোঝে না: যুবলীগের সাধারণ সম্পাদক

রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সোমবার এক শান্তি সমাবেশে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান
ছবি: প্রথম আলো

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেছেন, পৃথিবী বিপদগ্রস্ত, এটা সারা পৃথিবীর মানুষ বুঝলেও বিএনপি-জামায়াত বোঝে না। আজ সোমবার রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন বলেন, ‘করোনা মহামারি ও যুদ্ধে সারা পৃথিবী বিপদগ্রস্ত। সারা পৃথিবীর মানুষেরা বোঝে, সাধারণ মানুষও বোঝে। শুধু বাংলাদেশবিরোধী বিএনপি-জামায়াত বোঝে না। (তারা) জনগণের মতামত না পেয়ে সরকারের পদত্যাগ দাবি করছে। একবার বলেছিল, সরকারের পদত্যাগ না করিয়ে খালেদা জিয়া ঘরে ফিরবে না। কিন্তু তিনি ঘরে ফিরেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেনি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসময় অহরহ গোলাগুলি হতো। কিন্তু এখন সেই পরিবেশ নেই। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি বিরাজ করছে। কিন্তু এসব বিএনপির ভালো লাগে না। মানুষের সুখ খালেদা জিয়া চান না। দেশের বিরুদ্ধেই নানা ব্যর্থ কর্মসূচি তাঁদের। আর এর বিপরীতে আমাদের শান্তি সমাবেশ।’

মাইনুল হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সারা দেশে অরাজকতার যদি চেষ্টা করে, আমরা তাদের হাত ভেঙে দেব। তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেমনটি দেশে বসে হাওয়া ভবন তৈরি করেছিল। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এখন তাদের মাঠে নামিয়েছে। এই বিএনপি জাতশত্রু, দেশবিরোধী জামায়াতকে পূর্ণ প্রতিষ্ঠা করেছিল।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেন, আনোয়ার ইকবাল, নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান প্রমুখ।