মানবাধিকার সনদের কোনো নীতিই মানছে না সরকার: এবি পার্টি

এবি পার্টির নেতাকর্মীরা বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ‘কালো পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন’ কর্মসূচি পালন করেন। ঢাকা, ১০ ডিসেম্বরছবি: এবি পার্টির গণমাধ্যম শাখা

বর্তমান সরকার জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদের কোনো নীতিই মানছে না বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দেশের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সরকার মতপ্রকাশের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

আজ রোববার বিকেলে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ‘কালো পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন’ কর্মসূচি পালনের সময় দলটির কেন্দ্রীয় নেতারা এসব অভিযোগ করেন। সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামানের সঞ্চালনায় ওই কর্মসূচিতে বক্তব্য দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।

তাজুল ইসলাম অভিযোগ করেন, এই সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে। তাঁর অভিযোগ, ‘পুলিশ বাহিনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোকাদ্দেস, ওয়ালিউল্লাহসহ বহু ছাত্র–যুবককে গুম করেছে। আজ পর্যন্ত আমরা তাদের খবর জানি না।’

জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদ অনুযায়ী প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ করার এবং তাতে অংশগ্রহণ করার অধিকার আছে। কিন্তু বাংলাদেশে সেই অধিকার শুধু সরকারি দল আওয়ামী লীগ ভোগ করছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই সরকার মতপ্রকাশের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশে বাধাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।