শ্রমজীবীদের প্রতি সরকার নির্দয় আচরণ করছে: এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা অভিযোগ করেছেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে যে শ্রমিকেরা রক্ত ঘাম ঝরাচ্ছেন, সেসব শ্রমজীবী মানুষের প্রতি সরকার নির্দয় আচরণ করছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারের পদত্যাগ এবং একতরফা নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শেষে শ্রমিক সমাবেশ এবি পার্টির নেতারা এ অভিযোগ করেন।
বেলা তিনটার দিকে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল ওহাব মিনার। এ সময় বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
অধ্যাপক আবদুল ওহাব মিনার বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির কথা না ভেবে টাকা পাচারকারীদের পক্ষে কাজ করছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।