ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে উদ্বিগ্ন ওকাব

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা থেকে অভিযুক্ত সব সাংবাদিকের অব্যাহতি চেয়েছে ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব)।

ঢাকায় কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের এই সংগঠন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের অব্যাহত থাকায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

ওকাবের সদস্যসচিব নজরুল ইসলাম মিঠুর স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওকাব মনে করে, সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টার বেশি সময় পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

সংগঠনটি প্রথম আলোর সম্পাদকসহ দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং এই আইনের নিবর্তনমূলক ও বাক্‌স্বাধীনতাবিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছে।