জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে: আমীর খসরু
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ রোববার বিকেলে সাক্ষাৎ করেছেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তাঁদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সে সময় সেখানে আমীর খসরু ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, তাঁর দেশে ফেরা, দুই দেশের মধ্যকার বিনিয়োগ, বাণিজ্য এবং বাংলাদেশের নির্বাচন। তিনি বলেন, ‘এর মধ্যে ম্যাডামের দেশে ফেরার বিষয়টাকে তারাও (জাপান) খুব আগ্রহের সাথে লক্ষ করছে এবং বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছে ম্যাডামের ফিরে আসাটা একটি ভালো সময়ে হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান এবং মানুষের ভালোবাসা—সবকিছু তাঁরাও ভালোভাবে দেখছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক সবচেয়ে বড় ও দীর্ঘদিনের সম্পর্ক। তারা সব সময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। তাদের আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে, তাদের সাথে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে, সেটা তারা চায়।’
বিনিযোগ প্রসঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে জাপানে বড় বিনিয়োগ আছে। আগামী দিনে তাদের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশে বিনিয়োগের। সেসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। জাপানিজ ইনভেস্টমেন্ট সব সময়ে আমরা প্রত্যাশা করি।’
বাংলাদেশে নির্বাচন নিয়ে জাপানের আগ্রহ রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ‘নির্বাচন নিয়ে সবার একটা আগ্রহ আছে। তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে? স্বাভাবিকভাবে নির্বাচনের ওপর নির্ভর করছে...তারা চায় বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক।’