খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির নেতারা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ রাতে চেয়ারপারসনের গুলশানের বাসায় গিয়ে তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
দলীয় সূত্র জানায় রাত আটটার দিকে নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসনে তাঁরা। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আসতে পারেননি। তিনি নিজ গ্রামের বাড়িতে আছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাঁরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশের মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের তিনি (খালেদা) শুভেচ্ছা জানিয়েছেন।
খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।